
চলতি মাসের ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।
গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জানান, তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন। তবে এখন পর্যন্ত তিনি ভোটার নন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী হতে হলে তাকে ২৯ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে হবে। দেশে ফিরলেই তিনি আবেদন করতে পারবেন এবং নিবন্ধিত হয়েই মনোনয়ন জমা দেওয়া সম্ভব।
ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। যদিও তফসিল ঘোষণা হয়েছে, তবু ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় নতুন ভোটার অন্তর্ভুক্ত করতে পারে। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এখনো তারেক রহমান ভোটার নন, তবে কমিশন চাইলে যে কোনো সময় তাকে অন্তর্ভুক্ত করা সম্ভব। আইনটির ১৫ ধারা বলছে, কমিশন যে কোনো সময় ভোটার তালিকায় নাম সংযোজন করতে পারে এবং ১৭ ধারায় উল্লেখ আছে কমিশনের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।
লন্ডন সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি দ্রুততার সঙ্গে এগোচ্ছে। মহান বিজয় দিবসে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও তার নির্ভরযোগ্য কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, তিনি ডিসেম্বরের শেষ সপ্তাহেই দেশে ফিরবেন। তার সফরসঙ্গীরাও একই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।
২০০৮ সাল থেকে তারেক রহমান পরিবারের সঙ্গে লন্ডনে বসবাস করছেন এবং সেখান থেকেই তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যক্রম ভার্চ্যুয়ালি পরিচালনা করেন। ইতিমধ্যে বাংলাদেশে অবস্থানরত তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।