
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
এনসিপির অস্থায়ী কার্যালয়, বাংলামোটরে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন। রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আখতার হোসেন। ঢাকা-১৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ। ঢাকা-৯ আসনের প্রার্থী হলেন তাসনীম জারা, আর নোয়াখালী-৬ আসনে আব্দুল হান্নান মাসউদ।
নাসীরুদ্দীন পাটওয়ারী সংবাদ সম্মেলনের আগে বলেন, "এবার আমরা ব্যালট রেভল্যুশনে যাচ্ছি।" তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যা’-এর পক্ষে ভোট দিতে আহ্বান জানান। একই সঙ্গে প্রার্থীদের নির্দেশ দেন দলের প্রতীক শাপলা কলে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যা’ ভোটের প্রচারণাও চালাতে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, "মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল। দেড় হাজারের বেশি মানুষ ফরম সংগ্রহ করেছেন। আমাদের প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।"
আখতার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, "আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।"
এনসিপির মনোনীত প্রার্থীরা দেশের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে মো. গোলাম মর্তুজা সেলিম। দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ আসনে ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন।
রংপুর-১ আসনে মো. আল মামুন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি। নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নাটোর-৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী।
ঢাকা বিভাগের বিভিন্ন আসনে প্রার্থী হিসেবে থাকবেন মো. রাসেল আহমেদ (ঢাকা-১), ডা. জাহিদুল ইসলাম (ঢাকা-৪), এস এম শাহরিয়ার (ঢাকা-৫), ডা. তাসনিম জারা (ঢাকা-৯), মো. নাহিদ ইসলাম (ঢাকা-১১), নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২), আকরাম হুসাইন (ঢাকা-১৩), অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস (ঢাকা-১৫), আরিফুল ইসলাম আদীব (ঢাকা-১৬), ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭), নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), ফয়সাল মাহমুদ শান্ত (ঢাকা-১৯) এবং ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)।
পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে প্রার্থী হিসেবে থাকছেন কক্সবাজার-১ আসনে মো. মাইমুল আহসাম খান, কক্সবাজার-২ আসনে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, খাগড়াছড়ি-১ আসনে অ্যাডভোকেট মনজিলা সুলতানা, রাঙামাটিতে প্রিয় চাকমা এবং বান্দারবানে মংসা প্রু চৌধুরী।
এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বরিশাল, ময়মনসিংহ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রার্থী তালিকা সম্পূর্ণ ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার মাধ্যমে এনসিপি নির্বাচনমঞ্চে তাদের প্রার্থী চূড়ান্তভাবে প্রকাশ করেছে এবং প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন।