জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: আখতার হোসেন


জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: আখতার হোসেন

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী রূপ দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি— এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে না।

রোববার (২৬ অক্টোবর) গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, “গণ অধিকার পরিষদের ভাইয়েরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন। নুরুল হক নূর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”

তিনি আরও যোগ করেন, “আগামী নির্বাচনে যেন কোনোভাবেই ফ্যাসিবাদীরা অংশ নিতে না পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না— এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানাতে যে দলটি (জাতীয় পার্টি) সবচেয়ে বেশি দায়ী, তাদের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ।”

নিজের রাজনৈতিক অতীতের স্মৃতি টেনে এনসিপি নেতা বলেন, “গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ— সবাই মিলে আমরা যে কঠিন সময় পার করেছি, সেই দিনগুলোর কথা আজও ভুলিনি। এখানে আমার অনেক সহযোদ্ধা আছেন, যাদের সঙ্গে আমি জেল খেটেছি, রাজপথে একসঙ্গে স্লোগান দিয়েছি। আমি আহত হওয়ার পর দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসে মিছিলে যোগ দিয়েছিলেন, আজকের এ সমাবেশে তাদের অনেকেই উপস্থিত আছেন। গণ অধিকার পরিষদের সেই আন্দোলনমুখর দিনগুলো আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। রাষ্ট্র কাঠামোয় বড় পরিবর্তন আসবে— এমন সময় আমরা আছি। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে জাতীয় ঐকমত্য কমিশনের আওতায় বিভিন্ন রাজনৈতিক দল এক হয়েছে। জুলাই সনদের ধারাগুলো আইন আকারে কার্যকর করতে আমরা একমত হয়েছি, তবে এখনো তা বাস্তবায়নে পুরোপুরি অগ্রগতি হয়নি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×