অভ্যুত্থানের আগে আ. লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে যোগ দিতে পারবেনা: সারজিস


অভ্যুত্থানের আগে আ. লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে যোগ দিতে পারবেনা: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তারা এনসিপিতে যোগ দিতে পারবে না। তবে অন্য দলের সক্রিয় ও সৎ মানুষদের জন্য দল সবসময় উন্মুক্ত।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে অবস্থিত আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় সারজিস এই মন্তব্য করেন।

তিনি বলেন, "কেউ যদি মনে করে এনসিপিতে এসে ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ করবেন, তাহলে এই দল তাদের জন্য না। আগের জায়গায় ফিরে যেতে হবে। দলটি তার আর্দশ অনুযায়ীই চলবে।"

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও সতর্ক করেছেন, কেউ যেন নিজের স্বার্থে অন্য কাউকে টেনে না নেয়। তিনি বলেন, "এনসিপির ভেতর লক্ষ্য করা যায়; কাউকে টেনে ধরতে কারও বিরুদ্ধে অভিযোগ দিতে। এসব বিষয় থেকে বের হওয়ার জন্য আহ্বান জানান তিনি।"

দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সারজিস বলেন, "এনসিপি যদি জুলাইয়ে আকাঙ্খাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে আজ থেকে দুই বছর পর বাংলাদেশ সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×