ঢাকা-৫ আসনের বিএনপি নমিনেশন প্রার্থী জাকির হোসেন নয়নের প্রচারণা, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার


ঢাকা-৫ আসনের বিএনপি নমিনেশন প্রার্থী জাকির হোসেন নয়নের প্রচারণা, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঢাকা-৫ আসনে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন নয়ন শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালান।

বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি স্থানীয়দের হাতে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন।

দিনব্যাপী প্রচারণায় নয়ন এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “যদি দল আমাকে মনোনয়ন দেয়, তবে আমি এই এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করব এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করব।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশকে একটি গণতান্ত্রিক পথে পরিচালিত করতে কাজ করছে। আমি সেই আন্দোলনের অংশ হতে চাই।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×