জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন নুর


জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন নুর

জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ ঘিরে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হলেও তা প্রতিহত করতে পুলিশের দায়িত্বশীল ভূমিকা ছিল উল্লেখযোগ্য; এমন মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার, ১১ অক্টোবর সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুর। এসময় তিনি বলেন, “জাপা আজ প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।”

নুর অভিযোগ করেন, সেনাবাহিনীর একটি অংশ জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে এবং তাঁর ওপর হওয়া হামলার পেছনেও তাদের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, “জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত‍্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, জাপার কর্মীদের ছোড়া ইটপাটকেলের শিকার হলেও গণঅধিকার পরিষদের কেউ জাপার সঙ্গে সংঘর্ষে জড়ায়নি। “জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতাকর্মীদের ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়লেও কোনো সংঘর্ষ হয়নি। সেনাবাহিনীর কেউ এখানে জড়িত ছিল। সেই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনায় জড়িত ছিল।”

নুর মনে করেন, তাঁর ওপর হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। “আমাকে হামলা করা হয়েছে একটা ম‍্যাসেজ দেয়ার জন‍্য, রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে; দেশকে অস্থিতিশীল করার জন‍্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।”

তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×