নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল


নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পথে এখন আর বিলম্বের সুযোগ নেই। “আর কারও জন্য অপেক্ষা নয়, কাল বিলম্ব নয়, এখন নির্বাচনের রাস্তায় গাড়ি উঠে গেছে। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে,” শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে, বিএনপি সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলি—বিএনপি সংস্কারের জন্মদাতা। উদাহরণ হলো, জিয়াউর রহমান’র নেতৃত্বে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও বলেন, “কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। ধানের শীষে ভোট দেবে জনগণ।”

মহাসচিব দাবি করেন, “নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে। আমরা ১৫ বছর লড়াই করেছি এই নির্বাচনের জন্য। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জনগণের মধ্যে আশা সঞ্চার হয়েছিল যে তারা তাদের জনপ্রতিনিধি পাবেন। কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা। আমাদের দাবি একটাই—গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন চাই।”

ফখরুল আরও বলেন, “সরকারের কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ আসছে। আমি সরকারের উদ্দেশ্যে বলছি—আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন।”

তিনি সতর্ক করেন, “উপদেষ্টাদের কেউ কেউ কোনো দলের পক্ষপাতিত্ব করছে বলে শোনা যাচ্ছে। জনগণ কোনো পক্ষপাতিত্ব চায় না।”

এ সময় তিনি ভারতকে সমালোচনা করে বলেন, “ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ—এগুলো তার প্রমাণ। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে, আমাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×