ক্ষমতার লোভে জামায়াত ভারসাম্যহীন হয়ে পড়েছে: প্রিন্স


ক্ষমতার লোভে জামায়াত ভারসাম্যহীন হয়ে পড়েছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রতীক থেকে ইসলাম ও দ্বীনের বিষয় বাদ দিয়ে একদিকে আধিপত্যবাদী শক্তি সন্তুষ্ট করতে চাচ্ছে, অন্যদিকে ইসলামপ্রিয় জনগণকে বিভ্রান্ত করছে। ক্ষমতার লোভে তারা ভারসাম্যহীন হয়ে পড়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট গাজিরভিটা ইউনিয়নে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।

প্রিন্স বলেন, যারা সকাল-বিকাল নিজেদের দলের মনোগ্রাম পরিবর্তন করছেন, তারা নার্ভসনেসে ভুগছেন। জামায়াত রাজনীতির প্রয়োজনে ইসলাম ও আল্লাহর নাম ব্যবহার করছে, আবার আধিপত্যবাদী শক্তি ও বিদেশিদের আনুকূল্য পেতে তা পরিবর্তন করতেও দ্বিধা করছে না। ধর্মপ্রাণ মুসলমানদের সমালোচনার মুখে তারা আবার তা সরিয়ে ফেলছে। জনগণ সুন্দর সার্কাস দেখছে।

তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, গ্রাম-ঘর, মহল্লা-প্রতিটি জায়গায় ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জনগণের সামনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচি এবং দলের সভাপতি তারেক রহমানের ৩১ দফা তুলে ধরতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর। গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব সুরুজ্জামান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×