নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সুস্থতা নিশ্চিত করতে ফোনে যোগাযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নুরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বিষয়টি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান নিশ্চিত করেছেন।
রাশেদ খান বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের সঙ্গে ফোনে কথা বলে তারেক রহমান তার চিকিৎসা ও বর্তমান অবস্থার খোঁজ নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ চালায়। এ ঘটনায় নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ১৮ দিনের চিকিৎসার পর তিনি বাসায় ফিরেন। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।