ফোন কলে নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা জানার জন্য ফোনে যোগাযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের সঙ্গে তারেকের কথা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি জানান, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করেন। এ সময় তিনি তার স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।"
গত ২৯ আগস্ট রাতের দিকে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরসহ সাধারণ সম্পাদক রাশেদ খান ও অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় ফিরে যান তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।