সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে: দুদু


সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে দলটি পুনরায় ক্ষমতায় ফিরবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে প্রতীকী যুব সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমাবেশটি জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত হয়।

দুদু বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তবে দেশকে যদি নির্বাচনের পথে আনা যায়, তাহলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি জানান, দেশের ভেতরে ও বাইরে থেকে যে ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবিলা করা সম্ভব জনগণের শক্তি ও নির্বাচনের মাধ্যমেই।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ধারার বাইরে গিয়ে দেশের সমস্যার কোনো সমাধান আসবে না।”

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছেন। চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছেন।”

শামসুজ্জামান দুদু বলেন, দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে, তাহলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই ভোটেই বিএনপি আবারও ক্ষমতায় ফিরবে।

তিনি দাবি করেন, “আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।”

দুদু আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বহুবার দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আওয়ামী লীগ সে দাবি উপেক্ষা করেছে। যে কারণে তাদের এই করুণ পরিণতি হয়েছে। তারা যদি সুষ্ঠু নির্বাচন দিতো, দেশে গণতন্ত্র রাখতো- তাহলে তাদের এ করুণ পরিণতি হতো না।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের নেতা আব্দুর রাজী এবং ছাত্রদলের নেতা শামীম আখন্দ প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×