আ’লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা: সালাহউদ্দিন


আ’লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র হত্যার ইতিহাস একমাত্র আওয়ামী লীগেরই। তিনি বলেন, “আজকে দেখা গেলো, এক জায়গায় বলছে জয়, দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলছে বাংলা। এই হলো (আওয়ামী লীগ) তাদের অবস্থা।”

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশবিরোধী শক্তিগুলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরবে এবং একটি রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচন নিশ্চিত হবে। “শিগগির তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে। বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে,” বলেন সালাহউদ্দিন।

২০২৬ সালের নির্বাচন সামনে রেখে বিভিন্ন মহলের বক্তব্য ও পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে, সম্ভবত রমজানের এক সপ্তাহ আগে বা তারও আগে নির্বাচন হতে পারে। যারা এ পথে বাধা তৈরি করতে চাইছে কিংবা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশে তিনি বলেন, “দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।”

আওয়ামী লীগের অবস্থান নিয়ে তিনি বলেন, “তারা যেন আর দাঁড়াতে না পারে, সে রাজনীতি করবে আগামীর নেতৃত্ব।”

তিনি আরও জানান, জুলাই ঘোষণাপত্রে সব দল স্বাক্ষর করবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে জুলাই সনদের ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে বলেও মত দেন তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×