আ.লীগের ক্লিন ইমেজের লোকেরা জাপায় এলে মনোনয়ন পাবে: কো-চেয়ারম্যান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:২০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, জুলাই গণহত্যায় অভিযুক্ত দল আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কেউ জাপায় যোগ দিলে তাদের আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাপার কার্যালয়ে বিভাগের আট জেলার নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
মোস্তফা বলেন, সারাদেশে অনেক আওয়ামী লীগ সমর্থক আছেন, যারা ক্লিন ইমেজধারী, কারো বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই। তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন, দল তাদের মনোনয়ন দেবে। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসও মোকাবিলা করতে হবে। ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। কোথাও যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় এবং তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে, তাহলে আমরা কেন মনোনয়ন দেব না?
তিনি আরও বলেন, ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য জেলায় আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক থাকলেও তাদের ক্লিন ইমেজের নেতারা যদি জাপায় যোগ দেন, আমরা মনোনয়ন দেব। গণতন্ত্র রক্ষার স্বার্থে যারা গণতন্ত্রের পাশে দাঁড়ান এবং কোন রকম মব ভায়োলেন্সে জড়িত নন, তাদের বাঁচাতে বিএনপিরও ভূমিকা থাকা উচিত। নাহলে বিএনপি একা হয়ে যাবে।
সভায় রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাপার কো-চেয়ারম্যান মোস্তফা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন মহানগর কমিটির সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম এবং বিভিন্ন জেলা-উপজেলার নেতারা।
সভায় উপস্থিত ছিলেন রংপুর মহানগরী ও জেলা ছাড়াও গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জাপার নেতারা।
এছাড়া, সভায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয় এবং অন্যথায় তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।