বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শনিবার (১ সেপ্টেম্বর) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের এ দিনে ঢাকার রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দলটির যাত্রা শুরু করেছিলেন প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সূচনালগ্ন থেকেই বিএনপি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, ‘বহুদলীয় গণতন্ত্র’ ও ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা’কে রাজনৈতিক আদর্শ হিসেবে ধারণ করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয়ভাবে নেয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয়। সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এরপর সারাদেশে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই কর্মসূচি পরিচালনার জন্য গঠন করা হয়েছে ‘জাতীয় উদ্‌যাপন কমিটি’। এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আর সদস্য সচিব হিসেবে রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আগামীকাল ২ সেপ্টেম্বর নয়াপল্টন থেকে কেন্দ্রীয় র‌্যালি বের করা হবে এবং ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হবে।

দলটির প্রতিষ্ঠার তিন বছর পর ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার মৃত্যুর পর রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮৩ সালের জানুয়ারিতে তিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করেন এবং ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় তিনি দলকে নেতৃত্ব দিলেও ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়ে রাজনৈতিকভাবে সক্রিয়তা হারান। বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া অসুস্থ থাকায় রাজনীতিতে সরাসরি যুক্ত নন।

২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের কার্যক্রম পরিচালনা করছেন।

বিএনপি তিনবার সরকার গঠন করেছে। ১৯৯১ সালের নির্বাচনে এককভাবে প্রথমবার ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে অল্প সময়ের জন্য সরকারে ছিল দলটি। এরপর ২০০১ সালে চারদলীয় জোটের নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যায় বিএনপি। তবে ২০০৬ সালের পর থেকে আর ক্ষমতায় ফেরেনি দলটি। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে তারা বিরোধী রাজনীতিতেই রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়, দুঃখ-দুর্দশা লাঘব, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি, আর জনগণের অধিকার নিশ্চিত করতে জবাবদিহিমূলক সরকার অপরিহার্য।

এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া নাগরিক স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। দুঃশাসন ভেঙে একটি সহিষ্ণু, মানবিক ও সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলাই হবে জাতীয়তাবাদী শক্তির উদ্দেশ্য।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×