ছাত্র সমাবেশ ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত ছাত্রদল, ডাকা হয়েছে জরুরি সভা


ছাত্র সমাবেশ ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত ছাত্রদল, ডাকা হয়েছে জরুরি সভা

আগামী ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে জরুরি সভা আহ্বান করেছে ছাত্রদল।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করছে ছাত্রদল।

রোববার (২৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ৩ আগস্টের সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) একাধিক জরুরি সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই দুপুর ২টায় ভাসানী ভবনে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের অধীন সব জেলা ও মহানগর ইউনিটের ‘সুপার ফাইভ’ নেতাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল ৪টায় একই স্থানে ঢাকা বিভাগ ছাড়া সারাদেশের জেলা ও মহানগর ইউনিটের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের নিয়ে আরেকটি সভা হবে।

এ ছাড়া একই দিন বেলা ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সুপার ফাইভ নেতাদের সঙ্গে বৈঠক হবে।

এরপর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুপার ফাইভ নেতাদের সঙ্গে আরেকটি সভা।

ছাত্রদল জানায়, এইসব সভার উদ্দেশ্য একটাই—আগামী ৩ আগস্টের ছাত্র সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করে তোলা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×