বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর শাখার তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অভ্যন্তরীণ নীতিমালা লঙ্ঘন এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার, ২৬ জুলাই সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম এবং সাদাবকে দলীয় গঠনতন্ত্র ভঙ্গের দায়ে সংগঠনের সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কারের এই সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের কোনো নেতাকর্মী যেন ভবিষ্যতে সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখে, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×