হাবিপ্রবি ছাত্রদল নেতার টাকা চাওয়ার ফোন কলের অডিও ভাইরাল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২২ পিএম, ২১ জুলাই ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক সেকশন অফিসারের কাছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার টাকা চাওয়ার ফোন কলের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২১ জুলাই) রাত দুইটার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গ্রুপে প্রায় দুই মিনিট দশ সেকেন্ড দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপটি ভাইরাল হয়।
তদন্তে জানা গেছে, ফোনে টাকা চাওয়া ব্যক্তি হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলাম, আর সেকশন অফিসারের নাম শাহ আলম, যিনি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে ফরহাদ ইসলাম জানান, "শাহ আলম ছাত্রলীগ করতো, ও আমার ব্যাচমেট কিন্তু আমি সেকেন্ড টাইম দেয়ায় ওর জুনিয়র হয়ে গেছি। ভর্তির পর যখন আমি জিয়া হলে উঠতে যাই তখন শাহ আলম বলে, বন্ধু এমনি তো উঠা যায় না। এই কথা বলে আমার কাছে ৮ হাজার টাকা ধার নেয়।"
ভাইরাল কল রেকর্ডে 'লিয়ন ভাইকে' টাকা দেয়ার কথাও উল্লেখ পাওয়া যায়। ফরহাদ ইসলাম বলেন, "লিয়ন ভাইয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, তাকে সেইভাবে চিনিও না। একজনের মাধ্যমে জানতে পারি, লিয়ন ভাইয়ের সাথে শাহ আলমের সম্পর্ক অনেক ভালো। তাই উনার মাধ্যমে টাকাটা উদ্ধার করে দেয়ার জন্য বলি। যার ফলে আমি বারবার লিয়ন ভাইকে টাকা দেয়ার কথা বলেছি। আর লিয়ন ভাই ২০১০-১১ সালের দিলে ছাত্রদলের ব্যানারে কাজ করেছিলো। এখন শুনছি উনি নাকি তাঁতি লীগ করতো। এই বিষয়টা আমি অবগত ছিলাম না।"
ফরহাদ ইসলাম আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের মধ্যে অনেকেই বিতর্কের সঙ্গে জড়িত। তিনি জানান, "এই কল রেকর্ড এক বছর আগের। ছাত্রদলের বিতর্কিত নেতাদের কেউ হয়তো আমাকে বিতর্কিত করার জন্য এই রেকর্ডটা সেন্ট্রালে পাঠিয়েছে। আমার ইমেজ তো ক্লিন, তাই কেউ হয়তো আমার আমাকে কালার করতে চাচ্ছে।"
অন্যদিকে, সাবেক ছাত্রলীগ নেতা ও সেকশন অফিসার শাহ আলমের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত সব মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক অব্যাহতি দেয়ায় অফিসেও তাকে পাওয়া যাচ্ছেনা।