উত্তরায় বিমান দুর্ঘটনা: এনসিপির হেল্প ডেস্ক বার্ন ইনস্টিটিউটের সামনে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৮ পিএম, ২১ জুলাই ২০২৫

উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ বিমানের ভয়াবহ দুর্ঘটনার পর জরুরি সহায়তায় সক্রিয় ভূমিকা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আহতদের জন্য রক্ত ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে দলটির একাধিক ইউনিট।
সোমবার, ২১ জুলাই, রাজধানীর উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর দ্রুত সহায়তায় এগিয়ে আসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুর্ঘটনায় আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে একটি সহায়তা ডেস্ক চালু করেছে দলটি।
দলের উদ্যোগে গঠিত ‘কুইক রেসপন্স টিম’ উক্ত হেল্প ডেস্কে সক্রিয়ভাবে কাজ করছে। এই টিম বার্ন ইউনিটে আগত স্বেচ্ছাসেবীদের রক্তের গ্রুপ, নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যাতে দ্রুত প্রয়োজন অনুযায়ী রক্তের ব্যবস্থা করা যায়।
এ বিষয়ে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়ক নিজাম উদ্দিন জানান, "ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্বেচ্ছাসেবক দল পাঠিয়েছি। এখন পর্যন্ত শতাধিক রক্তদাতা আমাদের কাছে নিবন্ধন করেছেন। প্রয়োজন হলে দ্রুত রক্তের ব্যবস্থা করতে পারব।"
তিনি আরও বলেন, "আহতদের স্বজনদের তথ্য সহায়তা দেওয়া হচ্ছে।"
এনসিপি দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে একটি মেডিকেল টিমও গঠন করেছে। এই চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন হেলথ উইংয়ের প্রধান সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ। দলে আরও রয়েছেন:
- ডা. মাহমুদ আলম মিতু – সমন্বয়ক, হেলথ উইং
- ডা. ইউসুফ জামিল তিহান – সদস্য, হেলথ উইং
- ডা. মনির হোসেন – সদস্য, হেলথ উইং
- ডা. রাকিফুল ইসলাম – সদস্য, হেলথ উইং
- ডা. সাব্বির আহমেদ – সদস্য, হেলথ উইং