গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১১ পিএম, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সমাবেশস্থলে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করবে দলটি।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় এ মশাল মিছিল হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) মুশফিক উস সালেহীন।
তিনি বলেন, ‘আজ রাত ৮টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির পূর্বঘোষিত সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ এনসিপি নেতারা।