চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান সাদিক কায়েমের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৫২ পিএম, ১২ জুলাই ২০২৫

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, কেউ যদি অতীতের দমনমূলক রাজনীতি পুনরায় প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের পরিণতি হবে আরও ভয়াবহ। তিনি ছাত্র-জনতার প্রতি আহ্বান জানান পাড়ায়-মহল্লায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
শনিবার (১২ জুলাই) সকালে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবির সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে তাঁতিবাজার মোড় অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালে এসে শেষ হয়।
সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যখন বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাইছিলাম, তখন একটি দলকে প্রকাশ্যে সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্ত হতে দেখেছি। এমনকি প্রকাশ্যেই গণধর্ষণ ও পাথর নিক্ষেপ করে হত্যার মতো বর্বরতা চালানো হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন লাল সন্ত্রাসীরা ছাত্রশিবিরের কর্মীদের নির্মমভাবে হত্যা করেছিল। আজও একদল পাথর ছুড়ে মানুষ হত্যা করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। তবে, জুলাই বিপ্লবের উত্তরসূরীরা বেঁচে থাকতে এসব ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।