সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই: গয়েশ্বর


saurav/goyesshor.webp

সংসদ নির্বাচন থামানোর ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “আমরা মাঠে নামলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।”

শনিবার (৫ জুলাই) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা গার্লস স্কুল মাঠে দক্ষিণ উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, “অনেকে বলে ১৬ বছরেও কিছু করতে পারিনি, কিন্তু এখন আমরা ১৬ দিনেই দেখাতে পারি, যদি ইচ্ছা থাকে। আমরা ধৈর্য ধরছি, কারণ একজন ভদ্রলোক কথা দিয়েছেন, সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে।”

জামায়াতে ইসলামীর দখলদারিত্বের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য খাতে জামায়াত প্রভাব বিস্তার করছে। অন্যদের জায়গা রাখছে না। যারা নির্বাচনের সংস্কারের কথা বলে, তারাই আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজদের নিজেদের দলে ভেড়াচ্ছে।”

তিনি আরও জানান, কেরানীগঞ্জকে মাদক ও অস্ত্রমুক্ত করতে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, “ভোটের অধিকার জনগণের, এটা আর শুধু দাবি নয়—এটা এখন আদায়ের সময়।” তিনি বলেন, “গড়িমসি করলে রাজপথে জবাব দেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তারা ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়কে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

ঢাকাওয়াচ/এমএস  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×