আ.লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া: মঈন খান


February 4 2025/moyen khan.jpg

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র নিয়ে সমালোচনা করে বলেন, দলটির স্বভাব এমন যে সুযোগ পেলেই তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে।

শনিবার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাব ও শাসনব্যবস্থার ব্যর্থতা সম্পর্কে দেশের জনগণ অবহিত। জিয়াউর রহমানের শাসনকাল শেষে দলটি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কখনো প্রকৃত জাতীয়তাবাদ কায়েম করতে পারেনি।

আলোচনায় ড. মঈন খান আরও বলেন, জিয়াউর রহমান বাঙালিত্বভিত্তিক জাতীয়তাবাদের সীমাবদ্ধতা চিহ্নিত করে তার সমাধানসূত্র বের করেছিলেন। তিনি প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছেন।

তিনি দাবি করেন, জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন এবং মত প্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করেছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×