শুল্ক-কর পরিশোধে চালু হলো এনবিআরের অনলাইন ‘এ চালান’ ব্যবস্থা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৫৮ পিএম, ০৫ জুলাই ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক ও কর পরিশোধে অনলাইনভিত্তিক আধুনিক ব্যবস্থা ‘এ চালান’ চালু করেছে। নতুন এই সুবিধার মাধ্যমে আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘরে বসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, নগদ, উপায়), ডেবিট/ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক-কর জমা দিতে পারবেন।
শনিবার (৫ জুলাই) এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, সরকারের অর্থ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই ওয়েবভিত্তিক সিস্টেমের মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্টরা খুব সহজেই শুল্ক-কর জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রসিদের (রিসিপ্ট নম্বর) মাধ্যমে পণ্য খালাস করতে পারবেন। একইসঙ্গে, দেশের যেকোনো ব্যাংকের প্রায় ১১ হাজার ৭০০ শাখার কাউন্টার থেকে চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমেও এই অর্থ জমা দেওয়া যাবে।
প্রথমে চলতি বছরের এপ্রিল মাসে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়। পরে পানগাঁও ও সর্বশেষ ৪ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসে তা চালু হয়েছে। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস হাউসে এটি কার্যকর হবে।
এনবিআর বলছে, বিদ্যমান আরটিজিএস পদ্ধতিতে রাজস্ব জমা পড়তে সময় লাগে এবং এতে সরকারের তাত্ক্ষণিক অর্থ ব্যবস্থাপনায় বিলম্ব ঘটে। নতুন ‘এ চালান’ ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে কোষাগারে অর্থ জমা হওয়ায় সরকার দ্রুত সে অর্থ ব্যয় করতে পারবে।
শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, “এই অনলাইন ব্যবস্থা শুল্ক-কর আদায়ে স্বচ্ছতা ও গতি বাড়াবে। একইসঙ্গে সরকারের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে এটি একটি বড় পদক্ষেপ।”
ঢাকাওয়াচ/এমএস