শাহবাগে আসিফ নজরুলের প্রতীকী কফিন নিয়ে মিছিল


saurav/Asif-nazrul-2507051859.jpg

রাজধানীর শাহবাগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। দলটির দাবি, উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কার্যত ‘মৃত’ হয়ে গেছেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে “জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতার” প্রতিবাদে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিপাবলিক পার্টির সভাপতি মেজর (অব.) মেহেদী হাসান সমাবেশে বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের এক বছর হয়ে গেলেও বিচার কাজ দৃশ্যমান হয়নি। নিহতদের আত্মত্যাগ বৃথা যাচ্ছে আর খুনিরা আজও অবাধে ঘুরে বেড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে যোগ দিয়ে যেন আত্মিকভাবে মৃত হয়ে গেছেন। আমরা সেই শক্তিশালী ও ন্যায়ের পক্ষে থাকা আসিফ নজরুলকে ফিরে পেতে চাই।”

দলের সাধারণ সম্পাদক মেজর (অব.) রাজিব অভিযোগ করে বলেন, “এই অন্তর্বর্তী সরকার শহীদদের রক্তের মর্যাদা দিচ্ছে না। খুনিদের বিচার নিশ্চিত করতে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

সমাবেশে দলটির নেতারা অবিলম্বে জুলাই গণহত্যার বিচার দাবি করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×