এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ, ট্রাম্পের মেয়াদেই আশা করছেন এরদোয়ান


saurav/50ab1cbed904f645bfa53907e1a49faf632bc14e2485cd95.jpg

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আশা প্রকাশ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদেই আঙ্কারার জন্য এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ শুরু হতে পারে। সম্প্রতি আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এফ-৩৫ যুদ্ধবিমান আমাদের প্রথম এবং প্রধান প্রয়োজন।”

এরদোয়ান আরও বলেন, “এফ-৩৫ শুধু একটি সামরিক প্রযুক্তির বিষয় নয়, বরং এটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতীক। বিশেষ করে ন্যাটোর মতো মিত্র জোটের কাঠামোর ভেতরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনার পাশাপাশি আমরা আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের মধ্যে সম্পাদিত সমঝোতাগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং তার মেয়াদকালেই তুরস্কে এফ-৩৫ যুদ্ধবিমানের সরবরাহ শুরু হবে।”

এদিকে গ্রিস থেকে আসা সমালোচনার জবাবে এরদোয়ান মন্তব্য করেন, প্রতিটি ন্যাটো সদস্য দেশের উচিত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। এতে শুধু সেই দেশের নিরাপত্তাই নয়, বরং গোটা জোটের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত হবে বলেও মত দেন তিনি।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×