বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সাধারণ সম্পাদক ইনামুল


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সাধারণ সম্পাদক ইনামুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন রিফাত রশিদ, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনামুল হাসান।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুঈনুল ইসলাম এবং মুখপাত্র হয়েছেন সিনথিয়া জাহীন আয়শা। এক বছর মেয়াদে তারা দায়িত্ব পালন করবেন।

সংগঠনের একাধিক শীর্ষস্থানীয় নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ায় নেতৃত্বে শূন্যতা দেখা দেয়। ওই শূন্যতা পূরণে বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাহী কমিটির সদস্যদের ভোটে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×