ওসমান হাদি গুলিবিদ্ধ হবার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্ট থেকে। তারা জানিয়েছে, ওসমান হাদির ওপর গুলি চালানো ব্যক্তি গত ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে হাজির ছিলেন এবং হাদির পাশে বসে বৈঠক শুনছিলেন। দ্য ডিসেন্ট হাদির নির্বাচনি প্রচারণার সময়ের ছবি, ৯ ডিসেম্বরের কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজ ও ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সারাদেশে তীব্র বিক্ষোভ শুরু হয় তার ওপর হামলার প্রতিবাদে।
দ্য ডিসেন্টের অনুসন্ধান অনুযায়ী, গুলিবর্ষণকারীর চেহারা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির সঙ্গে মিলে যাচ্ছে। ফয়সাল করিম আদাবর থানার সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। সিসিটিভি ফুটেজ এবং ফেসবুক-ইনস্টাগ্রাম প্রোফাইলের ৫০টির বেশি ছবির তুলনা করে দেখা গেছে, হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়ি ফয়সাল করিমের সঙ্গে একই ধরনের।
ফয়সাল করিমকে পূর্বে রাজধানীর মোহাম্মদপুরে একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। তবে পরবর্তীতে তার মুক্তির প্রক্রিয়া স্পষ্ট নয়।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানিয়েছেন, গুলিবর্ষণে সম্পৃক্ত সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল) শনাক্ত করা হয়েছে। তিনি সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি এবং আদাবর এলাকার সভাপতি ছিলেন। জুলকারনাইন সায়ের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ফয়সাল ৯ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির ঠিক পাশে বসে ছিলেন এবং জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত।