
রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, সংশ্লিষ্টদের যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।’
এর আগে শুক্রবার বিকেলে ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি জানায়, হামলাকারীদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।