
দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তার প্রত্যাবর্তনের তারিখ চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসে। রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।”
তিনি আরও জানান, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনকালীন সময়ে তার দেশে ফেরার সময়সূচি জানানো হয়।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারো ঘটনায় গ্রেফতারের পর ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার সাজা বাতিল হয় এবং কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পান।