
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক- এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে সংকটপূর্ণ সময়।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা সরেজমিনে পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ডা. সায়েদুর রহমান বলেন, বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করা গুলি ডান দিক দিয়ে বেরিয়ে গেছে এবং এর গতিপথে মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, “এটা আমরা ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচনা করছি।” এই অবস্থায় আপাতত কোনো নতুন চিকিৎসা হস্তক্ষেপ সম্ভব নয় বলেও জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, হাদি বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা এখনো নিশ্চিত করে কোনো আশার কথা বলতে পারছেন না। তিনি বলেন, “এখন কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে।”
ডা. সায়েদুর আরও জানান, অস্ত্রোপচারের সময় রোগীর শরীরে সামান্য হলেও জীবনের লক্ষণ ছিল। তার কথায়, “অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল।” এ কারণে চিকিৎসকদের কাছে এখনো সামান্য আশার জায়গা রয়ে গেছে।
তবে পরিস্থিতি যে অত্যন্ত জটিল, সেটিও স্পষ্ট করে দেন তিনি। জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে তীব্র রক্তক্ষরণ শুরু হয়। যদিও বর্তমানে সেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে রয়েছে।
সবশেষে তিনি বলেন, এই মুহূর্তে আশাবাদের মতো কোনো পরিস্থিতি নেই। রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।