
রাজধানীর শেরেবাংলা নগর থানার আওতাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার(১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে এসে অফিসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনার খবর আমাদের আগে কেউ জানায়নি। পরে আমরা জানতে পারি যে, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পাসপোর্ট অফিসের ভিতরে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে।”