লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান


লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এতথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আগামী শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক হতে পারে। বর্তমান পরিস্থিতিতে লন্ডনে তাদের মধ্যকার বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট।

একইসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্থায়ী কমিটি দিয়েছে বলেও জানান মির্জা ফখরুল। 

তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ড. মুহাম্মদ ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে। এখানে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×