বৃষ্টির মধ্যেই সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদল


বৃষ্টির মধ্যেই সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদল

বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে গত ২১ মে বিচার দাবি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

ছাত্রদল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও ঢাকা কলেজ ছাত্রদলের পিয়াল হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×