ভারসাম্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই: আহমদ কাইয়ূম


March 2025/Zakat.jpg

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ‘ভারসাম্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারো বাজার এলাকায় শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঈদ উপলক্ষে দলের আমীরের পক্ষ থেকে ঈদ হাদিয়া লুঙ্গি বিতরণ পূর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আহমদ কাইয়ূম আরো বলেন, ‘বর্তমান সমাজ ব্যবস্থায় আশরাফুল মাখলুকাত মানুষ বস্তি ও ঝুঁপড়িতে মানবেতর জীবন যাপন করে। খোলা আকাশের নিচে, বৃষ্টি ভিজে ও রোদে পুড়ে। অপরদিকে এক শ্রেণির মানুষ টাকার তোষকে অতি আরামপ্রিয় জীবন যাপন করে। অতি অপচয় করে, দেশের টাকা বিদেশে পাচার করে সেকেন্ড হোম তৈরি করে। প্রচলিত অর্থব্যবস্থায় গরিব আরো গরিব এবং ধনী আরো ধনী হয়। এই বৈষম্য দূর করতে হলে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রবর্তণ করতে হবে। সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে ইসলামী তথা যাকাতভিত্তিক অর্থব্যবস্থাই একমাত্র বিকল্প।’

তিনি ইসলামী অর্থব্যবস্থার প্রবর্তণ করে বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা সভাপতি মুহাম্মদ মফিজুল ইসলাম, যুবনেতা মাওলানা শোয়াইব আহমদ। 

দারোরা ইউনিয়নের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে ও ছাত্রনেতা আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবনেতা জহিরুল ইসলাম, ছাত্রনেতা মূসা হায়দার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×