ভিন্ন মত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে : মির্জা ফখরুল


February 4 2025/mirza-dwgt.jpeg

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করতে ভিন্নমত প্রকাশের সুযোগ দেয়ার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও, সে মতামতটিকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি আগামীর বাংলাদেশ নিয়ে বলেন, আমি আশাবাদী বাংলাদেশে আরও ভালো সময় আসবে। একদিন বাংলাদেশে মাথা উঁচু করে আমরা অবশ্যই দাঁড়াবো।

এ সময় কেন্দ্র ও প্রান্তের দূরত্ব কমানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ঢাকার সঙ্গে মফস্বলের দূরত্ব অর্থাৎ প্রান্তের সঙ্গে কেন্দ্রের দূরত্ব না কমাতে পারলে লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। নতুন বাংলাদেশে সব ধরনের বৈষম্য দূর হবে বলেও আশাবাদ জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×