জমি দখল করতে এসে দুই ভুয়া মেজর আটক


February 4 2025/image_203088_1751990782.webp

লালমনিরহাটের হাতীবান্ধায় টাকার বিনিময়ে জমি দখল করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই ভুয়া মেজর। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের ফেডারেশন এলাকা থেকে ওই দুজনকে আটক করে পুলিশ।

আটক হওয়ারা হলেন- রংপুরের তারাগঞ্জ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীর হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।

জানা গেছে, উপজেলার বড়খাতা এলাকায় জমি দখল করতে এসে নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন। কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি তারা। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×