বিকালে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেবেন সাবেক সমন্বয়করা


বিকালে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেবেন সাবেক সমন্বয়করা

জুলাই-আগস্ট অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করবেন আজ বুধবার (২৬ ফেব্রুয়ায়রি) বিকেল ৩টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

একাধিক সূত্র থেকে জানা গেছে, নতুন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে থাকতে পারেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান এবং মুখপাত্র হতে পারেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন। এ ছাড়া নতুন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক হতে পারেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, সদস্য সচিব হতে পারেন সাবেক সমন্বয়ক মহির আলম ও মুখপাত্র হিসেবে দেখা যেতে পাড়ে রাফিয়া রেহনুমা হৃদিকে। 

সাবেক সমন্বয়করা জানান, সংগঠনটির মূলনীতি হবে- ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’। বিশেষ করে নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রদেরকে গুরুত্ব দিচ্ছেন তারা। ঢাবিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদরাসায় অনলাইন-অফলাইন প্রচারণা চালানো হবে বলেও জানান তারা।

গত ১৭ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, নতুন এই সংগঠনের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। নতুন এই ছাত্র সংগঠনটি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×