এখনো চাঁদাবাজি-দখলবা‌জি বন্ধ হয়‌নি: গাজী আতাউর রহমান


Feb 2025/Gazi Ataur Rahman.jpg

ইসলামী আন্দোলনের সি‌নিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহামন বলেছেন, ‘এখনো চাঁদাবাজি-দখলবা‌জি বন্ধ হয়‌নি। দেশে এখন যে চাঁদাবাজি দখলবা‌জি চলছে অনেকে বলছে সেটি বিএন‌পি করছে।’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবের মিলনায়তনে সংগঠনের জেলা সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে গাজী আতাউর রহমান আরো বলেন, ‘দেশে এখন সরকার রয়েছে। কিন্তু এখনও‌ নি‌জেরা আইন হাতে তুলে নিচ্ছে। যারা নিজেদের সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে পারে না তারা দেশ পরিচালনা করবে কিভাবে?’

তিনি বলেন, ‘একপক্ষ এতো বছর জুলুম করে গেছে, আর কাউকে জুলুম করতে দেওয়া হবে না। যারা দোষী তাদের দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে।’

সম্মেলনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, সংখ‌্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, কু‌মিল্লা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বক্তব্য দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×