মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন খালেদা জিয়া


মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন খালেদা জিয়া

আগামীকাল মঙ্গলবার রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়্যারপারসন খালেদা জিয়া, এমন তথ্য জানিয়েছেন তার ব্যাক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের সাথে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। এছাড়া লম্বা এ যাত্রায় তার সুস্থতা নিশ্চিতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের ৪ জন চিকিৎসকও সঙ্গে থাকবেন।

তিনি আরও জানান, লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ড. জাহিদ।

লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের রিসিভ করার কথা রয়েছে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×