যুক্তরাষ্ট্রের দূতাবাসে খালেদা জিয়া


যুক্তরাষ্ট্রের দূতাবাসে খালেদা জিয়া
খালেদা জিয়া

ভিসা প্রক্রিয়ার জন্য ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর দুইটা ২২ মিনিটে তার নিজ বাসভবন ফিরোজা থেকে দূতাবাসে যান তিনি।
 
যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা গ্রহণের আবেদনের জন্য আঙ্গুলের ছাপ দিতে ঢাকায় মার্কিন দূতাবাসে যান তিনি। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে খালেদা জিয়া গেছেন। এ সময়ে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×