বিএনপি থেকে আওয়ামী লীগে ঢোকা শাহজাহানের নামে আরো মামলা


বিএনপি থেকে আওয়ামী লীগে ঢোকা শাহজাহানের নামে আরো মামলা
শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নৌকার সাবেক সাংসদ শাহজাহান ওমরকে প্রধান আসামি করে আরেকটি মামলা হয়েছে। এবার নিজের উপজেলা রাজাপুর থানায় এ মামলাটি করেছেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ।

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে শুক্রবার  (২২ নভেম্বর) রাতে মামলাটি নথিভুক্ত হয়। 

ওমর ছাড়াও আওয়ামী লীগের আরো ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে এ মামলাটিতে। 

ব্যাপারটি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘এখনই মামলার ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

বলে রাখা ভাল, গেল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবীনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পর দিন (২১ নভেম্বর) সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর প্রাইভেটকার যোগে তার রাজাপুরের বাসার আসার পথে ওই গাড়িতে হামলা ও ভাঙচুরের শিকার হন। এ ঘটনায় তিনি রাজাপুর থানায় মামলা দিতে গেলে তার বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় হওয়া প্রথম মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×