
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ক্ষোভ প্রকাশ করতে রড ও শাবল হাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে প্রায় দেড় শতাধিক বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষ স্লোগান দিতে দিতে ধানমন্ডি-৩২ এলাকায় প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাদের হাতে রড ও শাবল ছিল এবং পুরো এলাকায় চরম উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়।
এ সময় তারা ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘৩২ নম্বর ভেঙে ফেল, আওয়ালী গীগ নিপাত যাক, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়ায় করে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলাকালে উপস্থিত এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এবার আওয়ামী লীগের কেবলাকে মাটিতে মিশিয়ে দেব। বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলা হবে।”