
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অগ্রগতি জানিয়েছে পুলিশ। শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করে র্যাব পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শেরপুর থেকে আটক দুই ব্যক্তি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। হাদীর ওপর হামলাকারীকে সীমান্ত পার করাতে তারা সহায়তা করতে পারে—এমন সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংবাদ সম্মেলনে এসএন নজরুল ইসলাম জানান, সন্দেহভাজন হামলাকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে লক্ষ্যে তাদের পাসপোর্ট নম্বর সংরক্ষণ করা হয়েছে। দেশের সব সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে, যাতে কোনোভাবেই সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করতে না পারে।
তিনি আরও জানান, শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের পর এর মালিক আব্দুল হান্নানকে র্যাব গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।