
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট পর্যবেক্ষণের জন্য স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে আগ্রহী নিবন্ধিত সংস্থাগুলোকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে লিখিত আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১.ক ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।
আবেদনে কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা কেন্দ্রীয়/স্থানীয় পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। নিবন্ধিত সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও নমুনা অনুযায়ী তাদের প্রতিষ্ঠানের প্যাডে হার্ডকপি হিসেবে আবেদন জমা দিতে হবে।
অনুমোদন প্রাপ্ত পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার প্রদান করা হবে। এছাড়া, নিম্নলিখিত সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে:
১. এইচএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৩. ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দেওয়া।
প্রয়োজনীয় ফরম এবং পর্যবেক্ষক নীতিমালা ২০২৫ ইসি সচিবালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।