
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি এই শোকবার্তা জানানো হয়।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে সমবেদনার বিষয়টি নিশ্চিত করে।
বার্তায় বলা হয়, সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাস আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে হামলায় আহত আটজন শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানকে সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
এদিকে হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম ও পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার (১৪ ডিসেম্বর) আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। ওই হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও আটজন শান্তিরক্ষী আহত হন।