
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সরকার দেশের রাজনৈতিক দল ও নেতাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করেছে।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সব রাজনৈতিক দলের জন্য বিস্তারিত নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে।
এই প্রটোকলে নেতা ও সম্ভাব্য প্রার্থীরা কিভাবে তাঁদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং অনলাইন/সাইবার কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করবেন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকবে।
এছাড়া, গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, শরিফ হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এবং তার সহযোগীদের পুলিশ ইতোমধ্যে শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড় অভিযান চালাচ্ছে।