
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় এবং বাদামতলা এলাকা পুলিশি কঠোর নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। বুধবার অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার পর, আজ (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতা নিশ্চিত করে জারি করা হয়েছে সরকারি আদেশ (জিও)।
সরেজমিনে দেখা গেছে, বিকেল ৩টা ৫ মিনিট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা বাদামতলায় একে একে জড়ো হতে শুরু করেন। একই সময়ে অর্থ মন্ত্রণালয়ের সব গেটে পুলিশের বিশেষায়িত টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি সদস্যদেরও মোতায়েন রাখা হয়েছে।
বিকেল ৩টা ২০ মিনিটে, পুলিশের কিছু সদস্য কর্মীদের সমাবেশস্থল ঘিরে রাখেন এবং মিছিল বা স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থাকার অনুরোধ জানান।
এ ঘটনায় আন্দোলনকারীরা জানান, “আমরা সব নীতির মধ্যে থেকেই আমাদের দাবি আদায়ে মাঠে নেমেছি। পুলিশ সদস্যদের মোতায়েনে আমাদের হুমকি দেওয়ার চেষ্টা কোনো লাভ হবে না।”
গতকাল বুধবার সচিবালয়ে কর্মরত চাকরিজীবীরা ২০ শতাংশ সচিবালয় ভাতা নিশ্চিতকরণের দাবিতে নজিরবিহীনভাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছিলেন। সেই দাবির প্রেক্ষিতে আজ বিকেল ৩টায় জিও জারি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ধারাবাহিকতায় আজ তারা বাদামতলায় শান্তিপূর্ণ অবস্থান নেন।
এদিকে এই ঘটনার কারণে সচিবালয়ে অত্যন্ত কড়াকড়ি ও পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। সরকার ইতিমধ্যেই সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে এবং চলতি সপ্তাহে তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ থেকে বিরত থাকার নির্দেশ জারি করেছে। তবে এসব নির্দেশনা অমান্য করে সচিবালয়ে বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ এখনও অব্যাহত রয়েছে।