
দেশে প্রথমবারের মতো নতুন সাইকোঅ্যাকটিভ ড্রাগ এমডিএমবি ঢোকার পথ আটকে দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন অভিযান চালিয়ে মাদকের একটি বড় চালান জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদক চক্রটি ভ্যাপ ও ই সিগারেটের কার্টিজের ভেতরে লুকিয়ে এই এমডিএমবি দীর্ঘদিন ধরে দেশে সরবরাহ করার চেষ্টা করছিল। মালয়েশিয়া থেকে আনা চালানসহ চক্রের মূল হোতা ও সংশ্লিষ্ট সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়।
বিশেষজ্ঞদের বর্ণনায় এমডিএমবি একটি কৃত্রিম রাসায়নিক, যা গাঁজার প্রাকৃতিক উপাদানের মতো কাজ করলেও এর প্রভাব অনেক বেশি তীব্র। নতুন মনস্তাত্ত্বিক পদার্থ হিসেবে পরিচিত এই ড্রাগ প্রচলিত মাদকের চেয়েও ভয়াবহ ক্ষতি করতে পারে। মাদকটি গ্রহণে তীব্র হ্যালুসিনেশন, হৃদরোগ, মানসিক অস্বাভাবিকতা থেকে শুরু করে মৃত্যুর ঝুঁকিও তৈরি হয়, যা সাধারণ মাদকসেবীদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।