
গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে রাতের আঁধারে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটের সামনের সড়কে দুর্বৃত্তরা একের পর এক দুটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোমা দুটি বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই আদালতসংলগ্ন এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পটকার মতো দেখতে বস্তু নিক্ষেপকারী ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, বিস্ফোরিত হাতবোমাগুলোতে স্প্রিন্টার ছিল না, তবে সেখানে গানপাউডারের উপস্থিতি ছিল। ফলে বিস্ফোরণের সময় তীব্র শব্দ সৃষ্টি হয়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ঘটনার পর সেনাবাহিনীর সমন্বয়ে গোপালগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।