
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে জেলা সদর হাসপাতালের সামনে একতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই স্থানে বিসমিল্লাহ হোটেলে বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ কেক ও ব্রেড পাওয়া যায় এবং বাসি গরুর চর্বি দিয়ে বিভিন্ন খাবার রান্না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।